পর্ব ৪
বনকন্যার শেষ পর্ব! ভাবতেই অবাক লাগছে। আর নতুন বনকন্যা আসবে না! বুকের ভেতরটা মোচড় দিচ্ছে।
নোংরা লোকেদের মন্দির থেকে অস্ত্রর একটি অংশ নিয়ে বনকন্যা জেন ছুটে চলেছে টগেদের গ্রামের মন্দিরে। সেখানে তার বাবা ওই অস্ত্রের অপেক্ষায় রয়েছে যাতে তারাদের ওপার থেকে আসা জীবেদের বিনাশ করে পৃথিবীকে বাঁচানো যায়। গল্পের আর কি বলব? জেনের এক সঙ্গীর মৃত্যু আমার খুবই খারাপ লেগেছে। অনুবাদ করার সময় ওইখান পর্যন্ত এসেই আমি কাজ বন্ধ করে দিই। খুবই মর্মান্তিক সমাপ্তি। যাই হোক, কমিকস কমিকসই। সিরিজটা শেষ করতে পেরে ভেতরটা হালকা লাগছে।
2nd June, 2024 7:50 PM
Comments
No Comments!